জকিগঞ্জে বারহালে ৩য় নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
রোমান আহমেদ,স্টাফ রিপোর্টার স্বপ্নকুঁড়ি স্পোর্টিং ক্লাবের ৩য় নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাত ৮ দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বারহাল ইউপি তে স্বপ্নকুঁড়ি স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায়, নিজগ্রাম এফসি স্পোর্টিং ক্লাব বনাম আখেরি হামলা স্পোর্টিং ক্লাব (খিলগ্রাম) অংশ নেয়। উক্ত খেলার ফ্রান্স কমিডিয়ান নেত্রা, ফ্রান্স জালালাবাদ এসিয়োসন এর সাধারণ সম্পাদক, আজাদ আহমদ, এর সভাপতিত্বে, ধারাভাষ্যকার মাজহারুল ইসলাম চৌধুরী মাজেদ ও হাসান আহমদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা তিতুমীর কালেল, ডি, এস, সারওয়ার হোসেন,খেলার প্রধান আকর্ষণ উপস্থিত ছিলেন : সিলেটের আঞ্চলিক ভাষার নাটোকার ও অভিনেতা, সাহেদ মোশাররফ ( কটাই মিয়া) প্রধান বক্তা হিসেবে ছিলেন : জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,, লোকমান আহমদ,প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন সর্বইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, নাজিম আহমেদ,কাওছার চৌ:, ব্রাজিল আ:লীগ এর সাধারণ সম্পাদক মাহমুদ ছামি কামাল, বারহাল ইউপি আ:লীগ এর সভাপতি মুহিবুর রহমান, বিয়ানীবাজার আঃলীগ এর নেতা জামাল ও আলি হুসেন, বাঘা ইউপি আ: লীগ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মজনু মিয়া,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সহসভাপতি সাইফুর রহমান,জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জুনেদ আহমদ,বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি তালুকদার কামরুজ্জামান কাওছার সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমদিকে০৯ মিনিটে নিজগ্রাম এফসি স্পোর্টিং ক্লাবের ১টি গোল করে প্রতিপক্ষ আখেরি হামলা স্পোর্টিং ক্লাবে গোল এর জন্য আক্রমণ করতে থাকেন। আখেরি হামলা স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। ফলে সময়সীমা শেষ হলে ১-০ গোলে এগিয়ে থেকে নিজগ্রাম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল নিজগ্রাম স্পোর্টিং ক্লাব কে একটি ফ্রিজ ও রানার আপ দল আখেরি হামলা স্পোর্টিং ক্লাব ( খিলোগ্রাম) একটি এলিডি টিভি পুরস্কৃত করা হয়। খেলা শেষে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্বপ্নকুড়ি স্পোর্টিং ক্লাবের সদস্য বৃন্দ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। উক্ত খেলা পরিচালনা করেছে, স্বপ্নকুঁড়ি স্পোর্টিং ক্লাব ( খিলগ্রাম বারহাল, জকিগঞ্জ)