মোহসেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারন ও আলোচনা অনুষ্ঠান।
বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টায় মুন্সিগঞ্জের বালুচরের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মোহসেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় ও মজিবর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আহবায়ক কমিটির সদস্য জনাব আলী আজগর, এস এম ইদ্রিস আলী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার জাহিদুল হক। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য হারুন অর রশিদ সরকার,ডা. গোলাম মুহাম্মদ, আশরাফ সরকার সহ শিক্ষক, শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা করা হয়।