বক্তাবলী পরগণা রক্তদান সংস্থা’র উদ্যোগে রক্তদাতা সংগ্রহ ও ফ্রি ব্লাড ক্যাম্পিং এর আয়োজন করা হয়।
২৫ শে মার্চ(শুক্রবার) নারায়নগঞ্জের বক্তাবলীর মধ্যনগরে এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়।শুক্রবার সকাল ৮ টায় ব্লাড ক্যাম্পিং শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। এসময় প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ও মেডিকেল চেকআপ করা হয়। খোরশেদ আলমের সঞ্চালনায় ও মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য জনাব আকিলউদ্দিন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য জনাব মহিউদ্দিন ভুঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি জনাব মোক্তার হোসেন, মাসুদ রানা,নজরুল ইসলাম মাস্টার,এম আর সেলিম সহ আরো অনেকে। উক্ত ব্লাড ক্যাম্পিং এর সার্বিক সহযোগিতা করেন বিক্রমপুর রক্তদান সংস্থা ও প্রচেষ্টা প্রয়োজনে পাশে দাড়াবার। এছাড়া মেডিকেল পার্টনার হিসেবে ছিলেন মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ও মেডিকেল পার্টনার বিপি নিউজ।
Enter