সিলেট প্রতিনিধি :: আসছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে হাট বাজারে সক্রিয় হয়ে উঠেছে চুরচক্র। ইদানিং পুরুষের পাশাপাশি নারী চুর কিংবা ছিনতাইকারীদের আনাগোনাও বেড়েছে ব্যাপক হারে।
শুক্রবার (২২এপ্রিল) দুপুরে তেমনি এক নারী চুরকে আটক করে গোলাপগঞ্জ থানায় সোপর্দ করেছে জনতা। জানা যায়, দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর সদরের একটি শপিং মলে একটি কসমেটিক্সের দোকানে কিছু জিনিসপত্র ক্রয় করছিলেন এক নারী (নাম প্রকাশে অনিচ্ছুক)। এসময় তাঁর সাথে থাকা ব্যানেটি ব্যাগটিতে কেউ হাত বুলাচ্ছে এমনটা টের পেয়ে পেছন ফিরে তিনি দেখেন এক নারীকে তার ব্যাগে থাকা মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন সময় তিনি জোর চিৎকার করলে আশপাশের দোকানদার ও পথচারীদের সহযোগীতায় তাকে পাঁকরাও করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত নারী বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের মৃত তফাজ্জল আলীর মেয়ে রোকেয়া বেগম লিলি (৩৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী বলেন, তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ওই নারীর বিরুদ্ধে বিয়ানীবাজার ও কানাইঘাট থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।