গতকাল ২২ এপ্রিল (শুক্রবার) নারায়ণগঞ্জের স্বনামধন্য সামাজিক সংগঠন ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির তরুণ নেতা প্রবাসী প্রকৌঃ স্বপ্নীল দাশ নিলয়ের নির্দেশনায় সংগঠনটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এই অনুষ্ঠান আয়োজন করেন।
এসময় বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের সভাপতি ও খ্যাতিমান সাংবাদিক বাবু শ্যামল কুমার দাশ, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনটির ভাইস-চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝর।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ টেলিভিশনের ২৪ এর সাংবাদিক শাফায়াত ইসলাম ভূইয়া, ছাত্রলীগ নেতা শুভ, ঈশাক, সুজন, রিয়াজ, ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক রোহান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল সহ স্থানীয় যুব ও তরুণ সমাজ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী কমিটির (২৫ নং ওয়ার্ড) সভাপতি রোমান হোসেন ও সাধারণ সম্পাদক সিহাব হোসেন।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী প্রকৌঃ স্বপ্নীল দাশ নিলয়ের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল নেতৃবৃন্দকে এভাবেই সর্বদা সমাজের কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখতে অনুপ্রেরণা যুগান।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত সবাই দেশবাসীর কল্যাণ কামনা সহ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকল সদস্যের জন্য দোয়া প্রার্থণা করেন।