কলমাকান্দায় ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা ৩নং পোগলা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) পোগলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আমবাড়ী বাজারে এ ইফতার ও দোয়া মাহফিল হয়। ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নেত্রকোণা-১ আসনের স্হানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।