বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো (যমুনা ও মেঘনা) শাখা কমিটির পক্ষ থেকে দুস্থ ট্যাংকলরী শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ ২৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা ডিপো ট্যাংকলরী টারমিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করেন জনাব মীর সোহেল আলী(সভাপতি,বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনাশাখা কমিটি) ও জনাব সৈয়দ হুমায়ুন জাকির মিলন(সাধারণ সম্পাদক,বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা কমিটি )।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতি সন্নিকটে পবিত্র ঈদ-উল ফিতর। যেটা মুসলিম উম্মাহর সবচেয়ে বড় আনন্দের দিন। কিন্তু এই আনন্দের দিনকে অনেকেই উপভোগ করতে পারে না অভাব-অনটনের কারণে। কিন্তু আমরা চাই ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে। আমরা মনে করি, আমাদের এই প্রচেষ্টায় দুস্থ ট্যাংকলড়ী শ্রমিক ভায়েরা তাদের পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে ঈদ উদযাপন করতে পারবে। তাই আমরা ঈদ আনন্দকে ভাগাভাগি করার জন্য এই ক্ষুদ্র আয়োজন করেছি।
ঈদসামগ্রীর মধ্যে ছিল পোলাও- ২কেজি,চিনি- ২কেজি,খিচুরীর চাল- ১কেজি,মুগডাল- হাফ কেজি,সয়াবিনতেল -১লিটার,লবণ -দেড়কেজি,সেমাইলতা -হাফ কেজি,লাচ্ছা- হাফকেজি,কিসমিস -১০০গ্রাম,মসলা -৫০টাকার,ঘি- ১০০গ্রাম,দুধ- ১কেজি,আলু -দেড়কেজি,পিয়াজ -১কেজি।প্রত্যেক শ্রমিককে ১১০০টাকার সমপরিমান পণ্য সামগ্রীসহ নগদ ৫০০ টাকা প্রদান করা হয়েছে।