আসন্ন ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বক্তাবলী ইউনিয়ন এর আলোচিত সামাজিক সংগঠন আলোচিত তরুণ সংঘ।
জানা যায় আলোকিত তরুণ সংঘের উদ্যোগে প্রায় ৬০ টি পরিবারের মাঝে ৬ রকমের অধিক ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী প্যাকেট ছিল সয়াবিন তৈল ১ কেজি,চিনি ১ কেজি,পোলাও চাউল ১ কেজি,১ কেজি করে দুই রকমের সেমাই,৭০ টাকা দরের বিভিন্ন মসলা,দুধ ২০০ গ্রাম।
আলোকিত তরুণ সংঘের করিম উদ্দিন রানা বলেন, রামনগরের প্রবাসীদের প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরে আমরা রামনগরের ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি। আমরা সবসময় চেষ্টা করি, রামনগরের মানুষের দুঃখ কষ্টে দাঁড়াতে। বক্তাবলী ইউনিয়নে রামনগর’কে একটি মডেল গ্রাম হিসেবে তুলে ধরার জন্য আমরা এক ঝাঁক তরুণ কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আমরা আরো নতুন কিছু নিয়ে আসছি। সবাইকে রামনগর আলোকিত সংঘের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!