দীর্ঘ এক মাস সিয়াম স্বাধনার পর পালিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।রুপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু
তিনি এক বার্তায় বলেন, ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি। দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। ধর্মীয় পরিভাষায় একে ইয়াওমুল জায়েজ হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে।
তিনি আরো বলেন,এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে মানুষ ভোটাধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকলকে জানাই শুভেচ্ছা। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক!