আনোয়ারুল ইসলাম,
ফুলবাড়ী কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করে “রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন ” নামে একটি সংগঠন। সংগঠন টি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে আজ ৫ মে( বৃহস্পতিবার) ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাসেন আলী, চেয়ারম্যান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নাওডাঙ্গা ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হানিফ,
অধক্ষ্য,নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ, মোঃ জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক, বালারহাট আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, মোঃ আবুল বাশার, মেট্রো পাবলিকেশনস,ঢাকা,ব্যাবস্থাপনা পরিচালক।আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম, সদস্য ৬ নং ওয়ার্ড, মোঃ মজিবর রহমান বাবু,মেম্বার, ৭ নং ওয়ার্ড, মোঃ শেখ রাসেল, শিক্ষানবিশ আইনজীবী এছাড়াও উপস্থিত ছিলেন রক্তের বন্ধন যুব ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
আলোচনায় সভায় প্রধান অতিথি হাসেন আলী চেয়ারম্যান বলেন, এই ফুলবাড়ী সিমান্তে এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠবে তা সত্যিই গর্বের বিষয়। যেখানে এই সীমান্তবর্তী অন্যান্য এলাকাগুলোতে যুবকরা নিয়মিত মাদকদ্রব্য আসক্ত হয়ে প্রশাসনের হাতে গ্রেফতার হচ্ছে সেখানে আমার ইউনিয়নে এই যুবকরা এমন একটি সংগঠন গড়ে তুলেছে তা আমার কাছে গর্বের বিষয়। তিনি বলেন,এই সংগঠন পরিচালনা করতে আমি মাসিক ১ হাজার করে টাকা দান করে আসবো আজীবন সেই সাথে এই সংগঠনের যেকোনো সহয়াতার দরকার হলে আমি আপ্রান চেষ্টা করবো, ইনশাআল্লাহ । এছাড়াও তিনি বলেন আমি এই নাওডাঙ্গা ইউনিয়নে একটি এম্বুল্যান্স দিবো সেটা এই রক্তের বন্ধন যুব ফাউন্ডেশনেরই আওতায় থাকবে।
এছাড়াও বক্তব্য রাখেন, মোঃ জয়নাল আবেদীন, আব্দুল হানিফসহ প্রমুখ ব্যক্তিবর্গ।সবার আলোচনার শেষ পর্যায়ে বক্তব্য রাখেন মোঃ আবুল বাশার। তিনি রক্তের বন্ধন যুব ফাউন্ডেশনের সকল কার্যক্রমের কথা শুনে প্রশংসা করেন।তিনি আরো বলেন,আমি এই সংগঠনের পিছনে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিবো এবং আজ থেকে প্রতি মাসে এই সংগঠনের আক্যাউন্টে ১ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।সবশেষে সমাপনী বক্তব্য রাখেন সাইম আল হাসান সজীব, সভাপতি,রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আনোয়ারুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিষদ,রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন। সব শেষে কেক কেটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।