নিউজ ডেস্ক
ফিফা বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। এই আসরের মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আরব বিশ্বের কোন দেশে অনুষ্ঠিত হবে।এছাড়াও দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপের পর এটি এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। এটি ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসর;মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত ২০২৬ সালের আসর হতে ৪৮ দলের সমন্বয়ে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২১শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হবে,যার ফলে এটি জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত না হওয়ায় নভেম্বরেই প্রথম আসর হবে। কাতারের এই আসরটি আয়োজনের জন্য নির্বাচিত হওয়ার প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। দুর্নীতির বিষয়ে ফিফার তদন্ত প্রতিবেদনে কাতারকে নির্দোষ ঘোষণা করা হয়েছে,তবে প্রধান তদন্তকারী মাইকেল জে গার্সিয়া তখন থেকে তার তদন্তের বিষয়ে ফিফার প্রতিবেদনে “অসংখ্য বস্তুগতভাবে অসম্পূর্ণ এবং ভুল উপস্থাপনা” রয়েছে বলে বর্ণনা করেছেন। ২০১৫ সালের ২৭শে মে তারিখে,সুইস ফেডারেল অভিশংসকরা ২০১৮ ও ২০২২ ফিফা বিশ্বকাপ নিলাম প্রক্রিয়া বিষয়ে দুর্নীতি এবং অর্থপাচারের তদন্ত শুরু করেছিলেন। ২০১৮ সালের ৬ই আগস্ট তারিখে,ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার দাবি করেছিলেন যে কাতার “ব্ল্যাক অপস” ব্যবহার করেছে,যা ইঙ্গিত করে যে নিলাম প্রক্রিয়া কমিটি আয়োজন অধিকার অর্জনের জন্য প্রতারণা করেছে। উপরন্তু,কাতার বিশ্বকাপের প্রস্তুতির সাথে জড়িত বিদেশি কর্মীরা তাদের আচরণের কারণে কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে,অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল “জোরপূর্বক শ্রম”-এর কথা উল্লেখ করে বলেছে যে কাতারে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে মানবাধিকার লঙ্ঘন এবং অসতর্ক ও অমানবিক কাজের অবস্থার কারণে শত শত অথবা হাজার হাজার অভিবাসী শ্রমিক মৃত্যুবরণ করেছে।
ফ্রান্স ফিফা বিশ্বকাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ান,যারা ২০১৮ আসরের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ০১ এপ্রিল রোজ শুক্রবার দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ড্রয়ে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের আটটি গ্রুপ চূড়ান্ত হয়েছে।
গ্রুপ বিন্যাস হয়ে গেল এ বছরের(২০২২) কাতার বিশ্বকাপের। একই গ্রুপে পড়েছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। ফ্রান্স রয়েছে গ্রুপ ডি-তে,পাঁচবারের বিজয়ী ব্রাজিল রয়েছে গ্রুপ জি-তে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এইচ গ্রুপে জায়গা পেয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে গ্রুপ সি-তে।
(১) গ্রুপ এ: কাতার,ইকুয়েডর,সেনেগাল, নেদারল্যান্ডস।
(২) গ্রুপ বি: ইংল্যান্ড,ইরান,মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।
(৩) গ্রুপ সি: আর্জেন্টিনা,সৌদি আরব, মেক্সিকো,পোল্যান্ড।
(৪) গ্রুপ ডি: ফ্রান্স,পেরু/ সংযুক্ত আরব আমিরশাহি /অস্ট্রেলিয়া,ডেনমার্ক,তিউনিসিয়া।
(৫) গ্রুপ ই: স্পেন,কোস্টারিকা/নিউজিল্যান্ড, জার্মানি,জাপান।
(৬) গ্রুপ এফ: বেলজিয়াম,কানাডা,মরক্কো, ক্রোয়েশিয়া।
(৭) গ্রুপ জি: ব্রাজিল,সার্বিয়া,সুইজারল্যান্ড, ক্যামেরুন।
(৮) গ্রুপ এইচ: পর্তুগাল,ঘানা,উরুগুয়ে,দক্ষিণ কোরিয়া।
২১ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল নেই। ব্যতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল নেই। উদ্বোধনী ম্যাচে কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডর।
এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ সময় অনুযায়ী কোন দল কার বিপক্ষে কখন মাঠে নামবেঃ-
২১ নভেম্বর-বিকেল ৪টা-কাতার বনাম ইকুয়েডর-আল বাইত স্টেডিয়াম।
২১ নভেম্বর-সন্ধ্যা ৭টা-ইংল্যান্ড বনাম ইরান-খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
২১ নভেম্বর-রাত ১০টা-সেনেগাল বনাম নেদারল্যান্ডস-আল থুমামা স্টেডিয়াম।
২২ নভেম্বর-বিকেল ৪টা-ডেনমার্ক বনাম তিউনিসিয়া-এডুকেশন সিটি স্টেডিয়াম।
২২ নভেম্বর-সন্ধ্যা ৭টা-ফ্রান্স বনাম সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু-আল জানোব স্টেডিয়াম।
২২ নভেম্বর-রাত ১০টা-মেক্সিকো বনাম পোল্যান্ড-স্টেডিয়াম ৯৭৪।
২২ নভেম্বর-রাত ১টা-যুক্তরাষ্ট্র বনাম স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন-আহমেদ বিন আলি স্টেডিয়াম।
২৩ নভেম্বর-রাত ১টা-আর্জেন্টিনা বনাম সৌদি আরব-লুসাইল স্টেডিয়াম।
২৩ নভেম্বর-বিকেল ৪টা-স্পেন বনাম কোস্টারিকা/নিউজিল্যান্ড-আল থুমামা স্টেডিয়াম।
২৩ নভেম্বর-সন্ধ্যা ৭টা-বেলজিয়াম বনাম কানাডা-আহমাদ বিন আলী স্টেডিয়াম।
২৩ নভেম্বর-রাত ১০টা-জার্মানি বনাম জাপান-খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
২৪ নভেম্বর-রাত ১টা-মরক্কো বনাম ক্রোয়েশিয়া-আল বাইত স্টেডিয়াম।
২৪ নভেম্বর-বিকেল ৪টা-উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া-এডুকেশন সিটি স্টেডিয়াম।
২৪ নভেম্বর-সন্ধ্যা ৭টা-পর্তুগাল বনাম ঘানা-স্টেডিয়াম ৯৭৪।
২৪ নভেম্বর-রাত ১০টা-সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন-আল জানোব স্টেডিয়াম।
২৫ নভেম্বর-বিকেল ৪টা-ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র-আল বাইত স্টেডিয়াম।
২৫ নভেম্বর-সন্ধ্যা ৭টা-কাতার বনাম সেনেগাল-আল থুমামা স্টেডিয়াম।
২৫ নভেম্বর-রাত ১০টা-স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন বনাম ইরান-আহমাদ বিন আলী স্টেডিয়াম।
২৫ নভেম্বর-রাত ১টা-ব্রাজিল বনাম সার্বিয়া-লুসাইল স্টেডিয়াম।
২৬ নভেম্বর-বিকেল ৪টা-পোল্যান্ড বনাম সৌদি আরব-এডুকেশন সিটি স্টেডিয়াম।
২৬ নভেম্বর-সন্ধ্যা ৭টা-আর্জেন্টিনা বনাম মেক্সিকো-লুসাইল স্টেডিয়াম।
২৬ নভেম্বর-রাত ১০টা-তিউনিসিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু- আল জানোব স্টেডিয়াম।
২৬ নভেম্বর-রাত ১টা-নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর-খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
২৭ নভেম্বর-বিকেল ৪টা-বেলজিয়াম বনাম মরক্কো-আল থুমামা স্টেডিয়াম।
২৭ নভেম্বর-সন্ধ্যা ৭টা-স্পেন বনাম জার্মানি- আল বাইত স