লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। বুধবার (১১ মে) ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ১১সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি), প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ও প্রধান সমন্বয়ক হিসেবে আছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
কার্যনির্বাহী কমিটিতে, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসো–সিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহাকে সভাপতি ও বিসিবি’র পরিচালক তানভীর আহমেদ টিটুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে, সহ-সভাপতি হিসেবে আছেন জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি কাওসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, নারী কাউন্সিলর শারমীন আক্তার বিন্নি, যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যাক্তিত্ব আরিফ মিহির, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এড. মুহাম্মদ মহসীন মিয়া, অফিস সম্পাদক হিসেবে আছেন অনলাইন নিউজ পোর্টাল‘লাইভ নারায়ণগঞ্জ’র সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, নারী বিষয়ক সম্পাদক জেলা মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আঞ্জুমানারা আকসির, প্রচার সম্পাদক নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা।
সদস্য হিসেবে আছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাজাহান ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও পৌর মেয়র মো. সাদেকুর রহমান, আড়াইহাজার পৌর মেয়র এম এ হালিম শিকদার, এটিএন বাংলা জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, টানবাজার পলিট্রেক্স’র মো. মাহফুজুর রহমান খান, দৈনিক মানবকন্ঠ ও দি বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি এবং রুরাল হিউম্যাটিস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইমুন ইসলাম।
এদিকে, উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং সাবেক সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ জিপি এড. মেরিনা বেগম।