স্টাফ রিপোর্টার(এস,এম,মিঠু)
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হতে অদ্য ১৯-০৫-২০২২ খ্রিঃ তারিখে ১৫ প্যাকেট ভারতীয় মদ (Officers Choice) উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউপির অন্তর্গত ধরঞ্জী গ্রামস্থ ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সামনে হতে ১৫ প্যাকেট ভারতীয় মদ (Officers Choice) উদ্ধার পূর্বক আসামী
১। মোঃ আনারুল ইসলাম (৩১), পিতা-মোঃ ইব্রাহিম মন্ডল, ২। মোঃ জনি আলী (২২), পিতা-মোঃ জুবাইদুল ইসলাম @ জবাইদুল, উভয় সাং-ধরঞ্জী, ৩। মোঃ হাসু (৩০), পিতা-নবির কবিরাজ, সাং-রতনপুর (চৌধুরীপাড়া), সর্ব থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের ০১ টি করে মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।