মেষ:সঞ্চয়ের ব্যাপারে বড়দের পরামর্শ নিন। আজ স্ত্রীয়ের প্রতি আপনার ভালবাসাকে নতুন করে উপলব্ধি করবেন। আজকের দিন আনন্দে কাটবে। ব্যক্তিত্বের উন্নতি হবে। কোনও অপ্রত্যাশিত লাভ পেতে পারেন আজ।
বৃষ: পেশাগত ক্ষেত্রে অন্যদের কথা শুনতে যাবেন না। সাফল্যের দিকে এগিয়ে যাবেন, সমৃদ্ধি আসবে। ব্যবসায়িক ভ্রমণও ফলপ্রদ হতে পারে। খরচের সঠিক পরিকল্পনা দরকার। না হলে পরবর্তী সময়ে অর্থকষ্টে ভুগতে পারেন।
মিথুন:অত্যাধিক দুশ্চিন্তা রক্তচাপ বাড়িয়ে দেবে। জাঁকজমকের সাথে কাটবে আজকের দিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। তবেই আধ্যাত্মিক জীবনে এগোতে পারবেন।
কর্কট:ব্যবসায় অংশীদার হওয়ার আগে সব দিকের খোঁজ নিন। নিশ্চিন্ত হয়ে নতুন বিনিয়োগ করতে পারেন। যথেষ্ট লাভ পাবেন।সাধু ব্যক্তির পরামর্শে মনে শান্তি আসবে। ব্যবসার কাজে আবেগতাড়িত হয়ে কিছু করবেন না।
সিংহ: সন্তানদের জন্য গর্বিত হবেন আজ। পরিবারের সকলের সাথে আলোচনার পর কোনও সিদ্ধান্ত নিন। তবে আবেগের বশে কিছু করলে তা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে ব্যবসায় লাভের সম্ভাবনা।
কন্যা: প্রিয়জনের মন মত পোশাক পড়ুন। অকারণ দুশ্চিন্তায় সময় নষ্ট হবে। ছোট ব্যবসায় যুক্ত মানুষেরা ব্যবসা বাড়ানোর ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শে লাভবান হবেন। আপনার ধার নেওয়া টাকা ফিরত দিতে হবে।
তুলা:আপনার ব্যবহারে পরিবারের সকলে বিরক্ত হতে পারে। সন্দেহজনক ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। পরিবারে আপনার অভদ্র ব্যবহারের ফলে সমস্যা হতে পারে। আর্থিক বিষয়ে মামলা জিততে পারেন আজ।
বৃশ্চিক :সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে যোগাযোগ বাড়বে। সৃজনশীলতার চর্চা আপনাকে খ্যাতি এনে দিতে পারে। আজ ধ্যানের মাধ্যমে দিন শুরু করুন। পরিবারের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে।
ধনু : সন্তানদের সমস্যা ধৈর্যের সাথে সমাধান করুন। নতুন করে প্রেমে পড়তে পারেন আজ। সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে হতাশ হতে পারেন। তবে এই নিয়ে মনখারাপ না করাই ভালো।
মকর: আপনার অবহেলা কোনও সমস্যা বাড়িয়ে দিতে পারে।উদ্ভাবনী চিন্তা দিয়ে কিছু বাড়তি রোজগার করুন। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। অন্যথায় পরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সন্ধ্যা কাটবে সহকর্মীদের সাথে।
কুম্ভ:ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক লাভ হবে। দিনের শেষভাগ বিনোদন এবং আমোদ প্রমোদে কাটবে। অবিরাম কাজ করে যান, একাগ্র হন। সহকর্মী বা বন্ধুর সঙ্গে ঝগড়ার সম্ভাবনা। স্বাস্থ্যের যত্ন নিন। শরীরচর্চা করা দরকার।
মীন:আপনার বেহিসেবি জীবনযাত্রা সমস্যা তৈরি করবে। দিনের শুরুটা ইতিবাচক হবে। তবে ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করতে পারেন। কাজ মিটিয়ে একটু অবসর কাটান। আলাদা শক্তি পাবেন সমস্ত কাজে।