স্টাফ রিপোর্টার(এস,এম,মিঠু)
২৬ মে বৃহস্পতিবার রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় এবি কেবলসকে নকল বৈদ্যুতিক তার তৈরী করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী।
আজ সকালে সরেজমিনে দেখা যায় যে , উক্ত প্রতিষ্ঠান নামি-দামি বিভিন্ন কোম্পানির যেমন বিআরবি কেবলস,বিজলি কেবলস ইত্যাদি তার তৈরি করছে।
জানা গেছে অনেক আগে থেকে এই চক্রটি এসব তৈরী করে সরবরাহ ও বিক্রি করে আসছে।
উক্ত কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩০০০ গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়েছে।
র্যাব ৫ এর সহায়তায় উক্ত অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।