নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বৎসরের প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
রবিবার (২৯ মে) সকাল ১১টায় আলীরটেক ইউনিয়ন পরিষদের কার্যালযয়ে ২০২২-২০২৩ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, আলীরটেক ইউনিয়ন পরিষদের রাজস্ব হিসাবের ২৮,৯৬,০০০ টাকা এবং উন্নয়ন হিসাবের ২,৭১,০৪,০০০ টাকার বাজেট ঘোষনা করা হয়। ২০২২-২০২৩ অর্থ বৎসরে ব্যয়ের ক্ষেত্রে যোগাযোগ খাতে সবচেয়ে বেশী বাজেট ঘোষনা করা হয়েছে।
এ সময় ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন রাজু।
উন্মুক্ত বাজেটে আরো উপস্থিত ছিলেন,আলীরটেক ইউনিয়ন পরিষদের সচিব,রওশন মেম্বার, মুক্তার মেম্বার, ফিরোজ মেম্বার ও ওসমান গনি মেম্বার সহ অন্যান্য ওয়ার্ডের মেম্বারগণ।
উন্মুক্ত বাজেট শেষে আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন রাজু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিটি ইউনিয়নকে আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ যাচ্ছে।